ইনসাইড গ্রাউন্ড

খুলনার বোলিং তোপে চট্টগ্রামের মামুলি সংগ্রহ


প্রকাশ: 20/01/2024


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘূর্ণি জাদু দেখালেন খুলনা টাইগার্সের নাহিদুল ইসলাম। তার স্পিনের কাছে ধরাশায়ী হয়ে ১২১ রানের মাথায় থেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস। দারুণ বোলিংয়ে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদুল। শেষের দিকে ৩১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের রান ১০০ পার করিয়েছেন চট্টগ্রামের শহিদুল ইসলাম।  বল হাতে দারুণ সফল ছিলেন নাহিদুল।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। তবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি চট্টগ্রাম। দলের ৯ রানের মাথায় আউট হন ওপেনার আভিশকা ফার্নান্দো। ৯ বলে ৮ রানের ইনিংস খেলেন তিনি। পরের বলেই সাজঘরে ফিরেছেন ইমরানউজ্জামান, আউট হয়েছেন গোল্ডেন ডাকে।

টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম শুরুতে কিছুটা ঝলক দেখালেও লম্বা করতে পারেননি ইনিংস। ১৩ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান তোলে চট্টগ্রাম। এরপর আউট হন শাহাদাত হোসেন দিপুও। ১০ বলে ৬ রান করেন তিনি। মাঝে নাজিবউল্লাহ জাদরান কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছেন। তবে বাকিরা তেমন একটা সঙ্গ দিতে পারেননি। ধুঁকতে ধুকতে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি।

শেষ দিকে ধীরে ধীরে এগিয়েছে চট্টগ্রামের ইনিংস। লেজের দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শহিদুল ইসলাম। দারুণ সব শটে শেষ দিকে দলের বোর্ডে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেন শহিদুল। মূলত তার ইনিংসে চড়েই ১০০ রান পার করে চট্টগ্রাম। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩১ বলে ৪০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন শহিদুল। ১৯.৫ ওভার শেষে ১২১ রানের মাথায় অলআউট হয় চট্টগ্রাম। 

খুলনার হয়ে ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদুল। এছাড়া ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। ২ উইকেট নিয়েছেন ওশান থমাস। ১টি উইকেট তোলেন নাসুম আহমেদ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭