ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে সড়কে বিশৃঙ্খলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


প্রকাশ: 20/01/2024


Thumbnail

লক্ষ্মীপুরে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ পরিচালনা ও  যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের দায়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।

এসময় পৃথক ৩টি মোবাইল কোর্টে নগদ ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও এসআই আব্দুল্লাহ আল ফারুক।

জানা যায়, শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় মিলেনিয়াম হসপিটালের সামনে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রাস্তার উপর রেখে নির্মাণ কাজ পরিচালনা করে আসছিলো ভবনের মালিক সোহেল (৪৫)। এতে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর ৪/ক এর ১(গ) ধারা লঙ্ঘনের দায়ে নগদ ৭,০০০/- টাকা অর্থদণ্ড এবং একই অপরাধে মটকা মসজিদ সংলগ্ন আরেক নির্মাণাধীন ভবনের মালিক মোঃ আব্দুল বাকের (৫১) কে নগদ ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে দক্ষিণ তেমুহনিতে রাস্তার উপর যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের দায়ে লাইনম্যান খোরশেদ আলম(৪৭) কে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪ তফসিলের ৭ ধারা  ধারা লঙ্ঘনের দায়ে নগদ ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭