ইনসাইড গ্রাউন্ড

আল হিলাল থেকে বাদ পড়লেন নেইমার


প্রকাশ: 21/01/2024


Thumbnail

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ছিল তার চোটের সঙ্গে বসবাস। বার্সা ছেড়ে প্যারিসে যাওয়ার পর এই চোটের দাপটে বেশির ভাগ সময়ই থেকেছিলেন মাঠের বাইরে। এরপর সেই চোট থেকে মুক্তির আশায় নতুন ঠিকানা আল হিলালে যান। সেখানেও রক্ষা হয়নি। লিগামেন্টে চিড় ধরায় পুরো মৌসুমই শেষ হয়ে যায় তার। কয়েক দিন আগেও ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তার চোটের আপডেট জানান। কোপা আমেরিকায় তাকে যে পাওয়া যাবে না, সেটাও একপ্রকার নিশ্চিত। এরমধ্যে সৌদির ক্লাব আল হিলাল তাকে ফেলল বাদের খাতায়।

অবশ্য এতে নেইমার ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার সঙ্গে সাময়িক সম্পর্ক চিহ্ন করলেও চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালের খেলোয়াড় নেইমার। তবে মূল স্কোয়াডে এতদিন তার নাম থাকলেও এই মৌসুমের বাকি সময় আর দেখা যাবে না। কেউ কেউ বলছেন, নেইমারের সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছে হিলাল। আবার চুক্তি বাতিলের কথাও শোনা যাচ্ছে। একটা খবর চাউর হয়েছে, নেইমার সৌদি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। কিন্তু এসব কোনোটাই আনুষ্ঠানিক নয়। মূলত স্কোয়াড থেকে নেইমারের নাম কেটে দেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলেছে।

আসল সত্যটা হলো, সৌদি লিগের নিয়ম অনুযায়ী একটা ক্লাব তাদের স্কোয়াডে আটজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। এতদিন এই আটজনের একজন ছিলেন নেইমারও। কিন্তু চোটে তার মৌসুম শেষ হয়ে যাওয়ায় নেইমারকে বাদ দিয়ে তার জায়গায় স্কোয়াডে নেয় রেনান লোদিকে। মার্সেই থেকে হিলালে আসা এই ব্রাজিলিয়ান এতদিন নিবন্ধিত খেলোয়াড়ের তালিকায় ঢুকতে পারেননি। অবশেষে নেইমারের জায়গায় তার ঢোকার সুযোগ হলো। আর নেইমার হয়ে গেলেন অনিবন্ধিত। অর্থাৎ এখন থেকে আল হিলালের অনিবন্ধিত খেলোয়াড় নেইমার। তাকে আবার প্রো লিগে খেলাতে হলে নিবন্ধিত হতে হবে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭