ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্প এগিয়ে, নিকি হ্যালির শেষ সুযোগ


প্রকাশ: 21/01/2024


Thumbnail

প্রেসিডেন্ট পদের দৌড়ে প্রথম নির্বাচনেই বিপুল সমর্থন পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। লোওয়া ককাসে রিপাবলিকান প্রার্থীদের মনোনয়ন নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার প্রকাশিত এক সমীক্ষাতেও দেখা গিয়েছিল, আইওয়ার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রায় ৩০ পয়েন্টে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় স্থানে রয়েছেন নিকি হ্যালি। আগামী মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে প্রার্থী বাছাইয়ের ভোটকে হ্যালির জন্য ‘শেষ সুযোগ’ মনে করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, আইওয়ায় বড় জয়ের মধ্য দিয়ে ট্রাম্প প্রমাণ করেছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই রিপাবলিকানদের প্রার্থী হওয়ার জন্য সবচেয়ে যোগ্য। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজের আধিপত্যও ধরে রেখেছেন ট্রাম্প। এদিকে হ্যালির জন্য সময় ফুরিয়ে আসছে। নিউ হ্যাম্পশায়ারে চমকে দেওয়ার মতো কোনো ফল না পেলে হ্যালির প্রার্থী হওয়া নিয়ে ইতিমধ্যে তৈরি অনিশ্চয়তা আরও জোরালো হবে।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি। আগামী নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী হওয়ার লড়াইয়ে ট্রাম্প ও হ্যালি ছাড়াও রয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডি স্যান্টিস। তবে দুজনই ট্রাম্পের চেয়ে অনেক পিছিয়ে আছেন। আইওয়ায় ট্রাম্প একাই যত ভোট পেয়েছিলেন, হ্যালি ও ডি স্যান্টিস মিলেও তত ভোট পাননি।

সাম্প্রতিক সময়ে হ্যালিও ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। রিপাবলিকানদের কেউ কেউ ও নিরপেক্ষ ভোটাররা বলছেন, প্রচারণায় ট্রাম্পের আরও সমালোচনা করতে হবে হ্যালিকে। কার‍ণ, এত দিন মূল প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের তেমন কড়া সমালোচনা করতে দেখা যায়নি তাঁকে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং-উনের প্রতি ‘অনুরাগ’ নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন হ্যালি। এ ছাড়া ৭৭ বছর বয়সে আবার প্রেসিডেন্ট হওয়ার মতো সামর্থ্য ট্রাম্পের আছে কি না ও উল্টাপাল্টা কথা বলায় তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও নিকি হ্যালি প্রশ্ন তুলেছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭