ইনসাইড ইকোনমি

১৯ দিনে আয় হলো ১৩৬ কোটি ডলার


প্রকাশ: 21/01/2024


Thumbnail

চলতি বছরের প্রথম ১৯ দিনে দেশে বৈধ পথে ১৩৬ কোটি ৪১ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা। 

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, চলতি জানুয়ারির আলোচ্য সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে পৌঁছেছে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলমান মাসের ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি পৌঁছেছে ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বিদায়ী ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। গত ৬ মাসের মধ্যে তা ছিল সর্বোচ্চ। চলতি জানুয়ারিতে চলমান ধারা বজায় থাকলে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে হবে নতুন রেকর্ড।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭