ইনসাইড বাংলাদেশ

ফখরুলের বদলে আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সুস্থ। আজকের দিনটা চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করবেন। সব কিছু ঠিক ঠাক থাকলে, আগামীকাল ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও দলীয় কাজে তিনি আর সমন্বয়কের ভূমিকায় থাকবেন না। বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু দলের স্থায়ী কমিটির সদস্য। স্থায়ী কমিটির সদস্য, স্থায়ী কমিটির বাইরে সিনিয়র নেতৃবৃন্দ, লন্ডন প্রবাসী তারেক জিয়া, জিয়া পরিবার- সবার মতামতের ভিত্তিতেই বিএনপিতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চালু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি থেকে। সবার সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর। কিন্তু বিএনপির বিভিন্ন মহল থেকে বিশেষ করে তারেক জিয়া এবং বেগম জিয়ার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ফখরুল সবার সঙ্গে কথা না বলে একক সিদ্ধান্তে দল চালাচ্ছেন। দলের সিনিয়র নেতাদেরকেও অনেক ব্যাপারে তিনি অন্ধকারে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিএনপি নেতারা এবং বিএনপি চেয়ারপারসন ক্ষুব্ধ হন। জানা গেছে, রোববার রাতেই লন্ডন থেকে তারেক জিয়া টেলিফোনে উষ্মা প্রকাশ করেন। ‘অসুস্থতা’র অজুহাতে এখন সমন্বয়কের দায়িত্ব থেকে মির্জা ফখরুলকে সরিয়ে দেওয়া হয়। এখন থেকে আমীর খসরু সব নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। লন্ডনেও যোগাযোগ করবেন খসরুই। তবে, মির্জা ফখরুল দলের ‘মুখপাত্র’ থাকবেন। আনুষ্ঠানিক বক্তব্য আসবে মহাসচিবের কাছ থেকেই।




বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭