ওয়ার্ল্ড ইনসাইড

চীনে ভয়াবহ ভূমিধস, চাপা পড়েছে ৪৭ জন


প্রকাশ: 22/01/2024


Thumbnail

ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে। এতে ৪৭ জন চাপা পড়েছে। সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। 

চাপা পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি। ওই এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে। স্থানীয় মিডিয়ার ভিডিও প্রতিবেদনে উদ্ধারকর্মীদের ধসে যাওয়া বাড়িঘর এবং ভবনে কাজ করতে দেখা যাচ্ছে। 

পিপিল ডেইলির খবরে বলা হয়েছে, ভূমি ধসের পর ওই এলাকা থেকে ৫০০ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

চীনে পাহাড় দ্বারা বেষ্টিত দুর্ঘম অঞ্চলে ভূমিধস একটি সাধারণ ঘটনা। এর আগে ২০১৩ সালে ইউনান প্রদেশের ঝিনশিওং অঞ্চলে ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭