ইনসাইড গ্রাউন্ড

শুরুর ধাক্কা সামলে ঢাকার সংগ্রহ ১৩৬


প্রকাশ: 22/01/2024


Thumbnail

শুরুর দিকে ধস নামা দুর্দান্ত ঢাকার ইনিংসকে পথে ফিরিয়েছেন ইরফান শুক্কুর এবং লাসিথ ক্রুসপুল্লে। শেষ দিকে তাদের আউটে কিছুটা খেই হারালেও রানের সম্মানজক পুঁজি নিয়ে থামে ঢাকার ইনিংস। শুরু থেকে ঢাকাকে চেপে ধরেন চট্টগ্রামের বোলাররা। 

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়ে যায় ঢাকা। শুরুতেই বেশ কিছু উইকেট হারিয়ে ফেলে তারা। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। পরে সাইফ হাসান এবং নাঈম শেখের জুটিও টেকেনি বেশিক্ষণ। দলীয় ১১ রানের মাথায় ৯ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান সাইফ।

চারে নেমে ব্যর্থ ছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি, দলের রান তখন ১৬। ৬ ওভারের পাওয়ারপ্লেটা ভালো কাটেনি ঢাকার, ২ উইকেট হারিয়ে রান উঠেছে ২৫। পাওয়ারপ্লে শেষেও পড়েছে উইকেট। আগের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো ওপেনার নাঈম শেখ সুবিধা করতে পারেননি। দলের ৩১ রানের মাথায় ১১ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। একই ওভারে আউট হয়েছেন অ্যালেক্স রসও। ৯ বলে ১১ রানের ইনিংস খেলেন তিনি। মাত্র ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ঢাকা।

এরপর দলের হাল ধরেন ইরফান শুক্কুর এবং কনকাশন সাব হিসেবে নামা লাসিথ ক্রুসপুল্লে। ধীরেসুস্থে সাবলীল ব্যাটিংয়ে শুরুর বিপদ সামাল দেন দুজন। তাদের কার্যকরী এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দিশা ফিরে পায় ঢাকার ইনিংস। দুজনের দারুণ বোঝাপোড়ায় রান উঠতে থাকে দলের বোর্ডে।

দুজনের জুটি থেকে রান আসে ৭৩। ফিফটির খুব কাছে গিয়ে হতাশায় পুড়েছেন ক্রুসপুল্লে। দলের ১০৬ রানের মাথায় আউট হওয়ার আগে ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দ্রুত আউট হন চতুরঙ্গ ডি সিলভা। ৩ বলে ৩ রান করেন তিনি।

শেষের দিকে যখন দরকার ধুমধাড়াক্কা ব্যাটিং, তখনই যেন আবার খেই হারিয়ে বসে ঢাকার ইনিংস। সেট ব্যাটার ইরফান আউট হন দলের ১১৬ রানের মাথায়, খেলেন ২৬ বলে ২৭ রানের ইনিংস। শেষ দিকে ৯ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলেন তাসকিন আহমেদ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা। 

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আল-আমিন হোসেন এবং বিলাল খান। এছাড়া ১টি করে উইকেট নেন শুভাগত হোম, নিহাদউজ্জামান এবং কার্টিস ক্যাম্ফার। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭