ইনসাইড বাংলাদেশ

আমার নৌকা বা ধান নাই, আমার আছে জনগণ : সাফাত


প্রকাশ: 22/01/2024


Thumbnail

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাত বলেছেন, আমার নৌকাও নাই,ধান ও নাই আমার কাছে জনগণ। সোমবার (২২ জানুয়ারি) বিকালে মারিয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদ সাইফুল্লাহ বলেন, 'বর্তমান উপজেলা চেয়ারম্যান গভীরা রাতে বাড়ি বাড়ি গিয়ে আমার লোকজনদের ডিস্টার্ব করে। এবার নির্বাচন কঠিন হবে। এত সহজে কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা এবার ভোট দিয়ে নিজ নিজ কেন্দ্র পাহারা দিবেন। আমি দীর্ঘদিন যাবত আপনাদের সুখে দুখে পাশে আছি। করোনাকালীন সময়েও আমি আপনাদেরকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছি। এখন কনকনে শীতের মধ্যে ১১ টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করছি। তাই আপনাদের কাছে আবেদন, বাইরের ভাড়াটিয়া কোন লোককে ভোট দিয়ে আর বিজয়ী করবেন না। কারন ঘরের ফুত লেংড়া হইলেও ভালা'।

এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আব্দুল হেলিম সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান বিপ্লব, সমাজসেবক প্রিন্স, মোবারক, মোসাদ্দেক, মফিজ উদ্দিন সহ আরো অনেকেই। কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে শীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ সাফাত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭