ইনসাইড গ্রাউন্ড

বড় জয়ে টুর্নামেন্টে টিকে থাকল জুনিয়র টাইগাররা


প্রকাশ: 22/01/2024


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে খানিকটা চাপে পড়েছিল জুনিয়র টাইগাররা। তবে শেষ পর্যন্ত স্নায়বিক চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। ছয় উইকেটের বড় ব্যবধানে আইরিশদের হারিয়েছে তারা।

আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সিদ্দিক শুরুটা করেছিলেন ভালো। ১১৬ বলে ৯০ রানের জুটি গড়েন তারা।

এরপর রিজওয়ান ও আরিফুল ইসলাম সুবিধা করতে না পারলেও হাল ধরেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। ১১৬ বলে তাদের অপরাজিত ১০৯ রানের জুটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে চলতি বিশ্বকাপ শুরু করেছিল টাইগার যুবারা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এই জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন শিহাব জেমস। তিনি ৫৪ বলে ৫৫ রান করেছেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭