ইনসাইড গ্রাউন্ড

বিদেশি বাবরে ভর করে জিতলো রংপুর


প্রকাশ: 23/01/2024


Thumbnail

বিপিএলের ৭ম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রংপুর রাইডার্স। ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর রংপুরের হয়ে একাই লড়াই করেছেন পাকিস্তানি তারকা বাবর আজম। ওপেনিংয়ে নেমে একেবারে জয় নিয়েই ছেড়েছেন মাঠ।

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। মোহাম্মদ মিঠুন চার হাঁকিয়ে ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও ৫ রান করে দলীয় ১৩ রানে সাজঘরে ফিরতেই বিপর্যয়ের শুরু। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৬) ওয়ান ডাউনে নেমে কিছু বুঝে ওঠার আগেই রানআউট হন। এরপর একে একে ইয়াসির আলী (৯), জাকির হাসান (১) ও ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪ বলে ১৪ রান) বিদায় নিলে খেই হারায় সিলেট।

৩৯ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইংল্যান্ডের বেনি হাওয়েল ও অস্ট্রেলিয়ার বেন কাটিং। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৬৮ রানের জুটি, যা ম্যাচে ফেরায় সিলেটকে। ৩১ বলে ৩১ রানের ইনিংস খেলে কাটিং বিদায় নিলেও শেষ অবধি রানের চাকা সচল রাখার চেষ্টা করে যান হাওয়েল। ইনিংসের শেষ ওভারে বিদায় নেওয়ার আগে ৩৬ বলের মকাবেলায় ৪৩ রান করেন হাওয়েল, হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান দাঁড়ায় সিলেটের সংগ্রহ।

এই ম্যাচে রংপুরের জার্সিতে খেলছেন পাকিস্তানি তারকা বাবর আজম, দুর্দান্ত এক রান আউটে যিনি শুরুতেই আলো কেড়েছেন। রংপুরের পক্ষে শেখ মেহেদী হাসান ও রিপন মণ্ডল দুটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে রংপুরও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। দলীয় ১২ রানে রনি তালুকদারকে হারানো দলতি ঠিক সিলেটের চেয়েও বাজে পরিস্থিতিতে পড়ে, ৩৯ রানে হারায় ৬ উইকেট। এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ওপেনিংয়ে নামা বাবর আজম। দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসে মিরপুরের উইকেটে ধৈর্যের পরীক্ষা দেন পাকিস্তানি ব্যাটার।

শেষপর্যন্ত ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর ও আজমতউল্লাহ। আজমত ৩৫ বলে ৪৭ রান করে থাকেন অপরাজিত। ৪৯ বলে ৬টি চার হাঁকানো বাবর ৫৬ রান নিয়ে মাঠ ছাড়েন। রংপুর জয় পায় ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে। সিলেটের পক্ষে দুশান হেমন্ত একাই শিকার করেন তিনটি উইকেট।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭