ইনসাইড গ্রাউন্ড

ফয়সাল নৈপুণ্যে শেখ জামালের বড় জয়


প্রকাশ: 23/01/2024


Thumbnail

বসুন্ধরার কিংস অ্যারেনায় ফেডারেশন কাপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম ম্যাচে সেই পুরোনো ফয়সালের দেখা মিলল। কিছুদিনের খারাপ সময় পেছনে ফেলে আজ গোল পেয়েছেন ফয়সাল, ভালোও খেলেছেন। তার জোড়া গোলেই রহমতগঞ্জকে ৪–১ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল।

মুন্সিগঞ্জে ফেড কাপের অন্য ম্যাচে ফর্টিস এফসি ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এই গ্রুপের অন্য দলটি বসুন্ধরা কিংস।

এই মৌসুমে এখন পর্যন্ত শেখ জামালের পারফরম্যান্স আশানুরূপ নয়। প্রিমিয়ার লিগে চার ম্যাচে মাত্র একটি জয়। গত শুক্রবার লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩–০ গোলে উড়ে যাওয়ার টাটকা স্মৃতি নিয়েই আজ কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল ধানমন্ডির ক্লাবটি। এই জয় পরের ম্যাচগুলোতে শেখ জামাল দলের আত্মবিশ্বাস বাড়ায় কি না, তা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে।

আজ অবশ্য ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল শেখ জামালের। প্রথম গোলটা পায় ১৯ মিনিটে। জয়নাল আবেদীনের ক্রস থেকে অনেকখানি লাফিয়ে হেড করে গোল করেন নাইজেরিয়ান ফুটবলার স্ট্যানলি দিম্বা। ফয়সাল নিজের প্রথম গোলটি পান ৩২ মিনিটে। আবারও জয়নালের ক্রস, যা রহমতগঞ্জের রক্ষণকে ফাঁকি দিয়ে যায় ফয়সালের কাছে। জাতীয় দলের ফরোয়ার্ড ভুল করেননি বল জালে পাঠাতে।

শেখ জামালের হয়ে আজ ব্রাজিলিয়ান হিগর লেইতের সঙ্গে স্ট্যানলি দিম্বা ও সাজ্জাদ দারুণ খেলেছেন। একের পর এক বল জোগান দিয়ে গেছেন সামনের দিকে। তাতে গোলের সুযোগও তৈরি হয়েছে বেশ। তবে ব্যবধান বাড়াতে শেখ জামালকে অপেক্ষা করতে হয়েছে ৮৬ মিনিট পর্যন্ত। শাকিলের কাটব্যাক থেকে ৩–০ করেন সাজ্জাদ। ফয়সাল নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে। তবে এর আগে পেনাল্টি থেকে দাউদার সিসের গোলে ব্যবধান ৩–১ করেছিল রহমতগঞ্জ।

১০ দলের ফেডারেশন কাপের একটি রাউন্ডের খেলা হয়ে গেছে গত সপ্তাহে। ‘এ’ গ্রুপে শেখ জামাল ও রহমতগঞ্জের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসিও। প্রথম ম্যাচে রহমতগঞ্জ পুলিশের সঙ্গে ড্র করেছিল ২–২ গোলে। আগামী সপ্তাহে শেখ জামাল খেলবে পুলিশের বিপক্ষে।

‘বি’ গ্রুপে ঢাকা আবাহনী প্রথম ম্যাচে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। ‘এ’ গ্রুপে ঢাকা মোহামেডান ২–১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এবারের ফেডারেশন কাপে শুধু ‘বি’ গ্রুপই ৪ দলের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭