ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন


প্রকাশ: 24/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্যদিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ সলজ।

এক অভিনন্দন বার্তায়, প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর। 

এর আগে, ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা।’
 
তিনি আরও বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। যার মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা।’
  
এছাড়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাপাশাপাশি পারস্পরিক সম্পর্কোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।   


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭