ইনসাইড গ্রাউন্ড

শানাকা-নওয়াজে খুলনার ঝুলিতে ১৬০


প্রকাশ: 26/01/2024


Thumbnail

রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা। আসরের ৯ম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফর্মে থাকা খুলনার অধিনায়ক এনামুল হক বিজয় শুরুতেই বিদায় নেন। এদিন খুব একটা সুবিধা করতে পারেননি বিজয়। ৭ বল মোকাবেলা করেও খুলতে পারেননি রানের খাতা।

সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয় (১১ বলে ৭ রান) ও আফিফ হোসেন ধ্রুবও (৬ বলে ৪ রান)। ৫০ রানের মধ্যে ৩ উইকেটের পতন ঘটে। দলীয় ৬৪ রানে সাজঘরে ফেরেন এভিন লুইস। তবে বিপর্যয়ের মুখে ২৫ বলে ৩৭ রান করে দলকে পথ দেখান ৩টি করে চার-ছক্কা হাঁকানো এই ব্যাটার।

এরপর খুলনার হয়ে হাল ধরেন দুই বিদেশি দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজ। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৭৭ রানের জুটি। নওয়াজ ৩৪ বলে ৫৫ রান ও শানাকা ৩৩ বলে ৪০ রান করেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান দাঁড়ায় খুলনা টাইগার্সের সংগ্রহ। রংপুরের পক্ষে হাসান মাহমুদ তিনটি ও শেখ মেহেদী হাসান দুটি উইকেট শিকার করেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭