ইনসাইড ইনভেস্টিগেশন

সিগারেটের প্যাকেটে লুকানো ছিল সোয়া কোটি টাকার সোনার বার


প্রকাশ: 26/01/2024


Thumbnail

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজির বেশি ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৪টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে এয়ার আরাবিয়ার একটি উড়োজাহাজ আমিরাতের শারজাহ থেকে শাহ আমানতে অবতরণ করে। ধারণা করা যাচ্ছে, এই সোনা এসেছে আমিরাত থেকে। সোনা নিয়ে এলেও বিমানবন্দরে বিভিন্ন সংস্থার তদারকি দেখে ভয়ে ব্যাগ থেকে বের করে কনভেয়ার বেল্টে রেখে যায় পাচারকারীরা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭