ইনসাইড গ্রাউন্ড

আলিসের ঘূর্ণিতে ঘরের মাঠেও হারল সিলেট


প্রকাশ: 26/01/2024


Thumbnail

কোনোমতেই যেন জয়ের দেখা পাচ্ছে না গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মুর্তজার দল এবার হেরেছে ঘরের মাটিতে। সিলেটে বিপিএলের প্রথম দিনের খেলার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে হারিয়েছে সিলেটকে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে, ২৮ বলের মোকাবেলায়। এছাড়া জাকের আলী ২৭ বলে ২৯ ও খুশদিল শাহ ২২ বলে ২১ রান করেন। সিলেটের পক্ষে সামিত প্যাটেল তিনটি ও রিচার্ড এনগারাভা দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই হারিয়ে ফেলে মোহাম্মদ মিঠুনকে। বিপর্যয় প্রতিরোধের পরিবর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্ট্রাইকার্সদের ব্যাটিং লাইনআপ। দলীয় ২৮ রানের মধ্যেই বিদায় নেন ৬ ব্যাটার, যাদের ৪ উইকেটই শিকার করেন স্পিনার আলিস আল ইসলাম।

এরপর একাকী লড়াই করেছেন জাকির হাসান। ৩৪ বলে ৪১ রান করে তিনি বিদায় নিলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট। শেষপর্যন্ত ১৬.২ ওভারে ৭৮ রানে অলআউট হলে ৫২ রানে ম্যাচ হারে সিলেট।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭