ইনসাইড গ্রাউন্ড

আজ ভোরে মাঠে নামছে ব্রাজিল


প্রকাশ: 27/01/2024


Thumbnail

বলিভিয়ার বিপক্ষে জয় দিয়ে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শনিবার (২৭ জানুয়ারি) মাঠে নামছে তারা। বাংলাদেশ সময় ভোর ৫টায় দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দুটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের খেলা। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। দুই গ্রুপ থেকে একটি করে দল সুযোগ পাবে অলিম্পিকে খেলার। সে হিসেবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে জিততেই হবে ব্রাজিলকে, বড় ব্যবধানে জিতলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবে তারা।

প্রথম ম্যাচে জয় পাওয়া ব্রাজিলের পয়েন্টে এখন ৩, ‘এ’ গ্রুপে তারা আছে দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইকুয়েডর। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ভেনেজুয়েলা।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে বিস্ময়বালক এন্দরিকের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। ব্রাজিলের আধিপত্যের ম্যাচে ৪ মিনিটে গোলটি করেন তিনি। তার গোলের যোগানদাতা জন কেনেডি। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি।

১৭ বছর বয়সী এন্দরিক অনেক আগেই বিস্ময়বালকের অ্যাখ্যা পেয়েছেন। প্রতিভা দেখিয়ে ১৮ বছর বয়সের আগেই রিয়াল মাদ্রিদের মতো দলের নজর কাড়েন তিনি। তাকে দলেও ভেড়ায় স্প্যানিশ ক্লাবটি।

‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছেয়ে থাকায় প্যারাগুয়ে আছে দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে পেরুর অবস্থান তিনে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭