ইনসাইড ওয়েদার

রাজধানীতে কমেছে শীত, বৃষ্টি হবে উপকূলে


প্রকাশ: 27/01/2024


Thumbnail

রংপুর ও রাজশাহী বিভাগে তীব্র শীত পড়লেও রাজধানীতে বেড়েছে তাপমাত্রা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল শুক্রবার তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও রাজধানীতে শীত কম থাকবে। রংপুর ও রাজশাহী বিভাগ এবং চুয়াডাঙ্গাজুড়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আজও অব্যাহত থাকতে পারে। সঙ্গে থাকতে পারে ভারী কুয়াশা। ফলে নৌ, সড়ক ও আকাশপথে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন শীত পরিস্থিতি একই রকম থাকতে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও শীত বাড়বে। এরপর নামতে পারে বৃষ্টি। মূলত উপকূলীয় এলাকাজুড়ে বৃষ্টি হবে। তবে তা দেশের মধ্যাঞ্চলেও চলে আসতে পারে। 

রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশজুড়ে থাকতে পারে মেঘ। ওই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭