ইনসাইড গ্রাউন্ড

সাকিবের রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা


প্রকাশ: 27/01/2024


Thumbnail

ঢাকা পর্বের প্রথম ধাপ এবং সিলেট পর্বের শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। তারকায় ঠাসা দলটি এখন জয়ের খোঁজে। অন্যদিকে, জয় দিয়ে শুরু করা ঢাকাও নিজেদের শেষ ম্যাচে হেরেছে। রংপুরের বিপক্ষে দারুণ কিছু করতে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে মাঠে নেমেছে তারা।

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।   

এবারের বিপিএলে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে তারা। তারকায় ভরপুর দলটি পয়েন্ট টেবিলেও আছে নিচের দিকে। তাই এই ম্যাচে জয় তুলে নিতে বদ্ধপরিকর দলটি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তারা।

এই ম্যাচে ঢাকার একাদশে আছে দুই পরিবর্তন। চতুরঙ্গ ডি সিলভার বদলি হিসেবে দলে এসেছেন সাইম আইয়ুব। উসমান কাদিরের বদলই হিসেবে দলে এসেছেন আলাউদ্দিন বাবু।

দুর্দান্ত ঢাকা একাদশঃ মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, সাইম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, লাসিথ ক্রসপুলে, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭