ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশের মির্জা আহমেদ পেলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড


প্রকাশ: 28/01/2024


Thumbnail

মির্জা আহমেদ ইস্পাহানী নামের এক বাংলাদেশি সেন্ট মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন। সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়। শনিবার (২৭ জানুয়ারি) তাকে এ সম্মাননা দেয়া হয়।

কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সেন্ট জেমস স্কুলের অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করে আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড কমিটি।

মির্জা আহমেদের হাতে পুরস্কার তুলে দেন বিশপ জয়, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রথম সচিব (ভিসা) আলমাস হোসেন ও প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন। এর আগে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭