ইনসাইড গ্রাউন্ড

তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবে না ঢাকা


প্রকাশ: 28/01/2024


Thumbnail

পিঠে সামান্য চোট থাকায় তাসকিন আহমেদকে নিয়ে ঝুঁকি নেয়নি দুর্দান্ত ঢাকা। তবে তাসকিনের চোট গুরুতর নয়। বিশ্রাম নিলে পরের ম্যাচেই খেলার মতো ফিটনেস ফিরে পাওয়ার কথা এই তারকা  

২ ওভার পর আর বল করেননি তাসকিন, নামেননি ব্যাটিংয়েও

রংপুর রাইডার্সের বিপক্ষে তাসকিনকে রেখেই একাদশ সাজায় ঢাকা। তবে ২ ওভার করার পর তাসকিন আর বল হাতে নেননি। এমনকি নামেননি ব্যাটিংয়েও। তিনি ব্যাটিংয়ে না নামায় ১০৪ রানে ৯ম উইকেট হারালে পরাজয় মেনে নেয় রাজধানীর দলটি।

তখনই চাউর হয় তাসকিনের চোটের গুঞ্জন। তবে দলীয় সূত্রে জানা গেছে, তাসকিনের চোট ততটা গুরুতর নয়। সামনের ম্যাচগুলোতে যাতে ফিট থাকেন এ কারণেই তাকে নিয়ে এই ম্যাচে ঝুঁকি নেওয়া হয়নি।

এছাড়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঢাকার আরেক পেসার শরিফুল ইসলাম জানান, 'উনার ব্যাক একটু টাইট হয়ে গেছে। দলও ঝুঁকি নিতে চায়নি, উনিও ঝুঁকি নিতে চাননি। কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি লেগে যায়। এজন্যই উনাকে নিরাপদে রাখা হয়েছে। উনি এখন ঠিক আছেন। পরের ম্যাচে দেখা যাক কী হয়।'

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭