ইনসাইড বাংলাদেশ

নেতাদের সঙ্গে সিঁথি ও শামীমের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2018


Thumbnail

বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় মঙ্গলবার রাতে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করলেন শর্মিলা রহমান সিঁথি। এসময় বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও উপস্থিত ছিলেন। রাত সাড়ে নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই বৈঠক চলে। তবে বৈঠকে উপস্থিত বিএনপির অন্তত দুই জন নেতা বলেছেন, এটা সৌজন্য সাক্ষাৎকার। এখানে বেগম জিয়ার মুক্তি প্রসঙ্গে কিছু কথা বার্তা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং বেগম জিয়ার একান্ত সচিব।

একাধিক সূত্র বলছে, সমঝোতার স্বার্থে বিএনপিকে এখন কোনো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন শামীম ইস্কান্দার। নেতাদের বলেছেন, এখন কর্মসূচি দিলে বেগম জিয়ার মুক্তি প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। বিএনপি সর্বশেষ গত শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। রোববার একজন নেতা বলেছেন, দলের মহাসচিব অসুস্থ থাকায় নতুন কর্মসূচি দেওয়া হয়নি। তবে, বেগম জিয়ার প্যারোল নিয়ে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সে কারণেই এধরনের কর্মসূচি থেকে বিএনপিকে খানিকটা সরিয়ে রাখা হচ্ছে।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭