ইনসাইড বাংলাদেশ

বিএনপিকে দেশের জনগন কালো ও বিদেশীরা লাল পতাকা দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 28/01/2024


Thumbnail

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, 'আরে তোমাদেরকে (বিএনপি) তো জনগণ বহু আগে কালোপতাকা দেখিয়েছে। নির্বাচনের মাধ্যমেও জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে। আর দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের জন্য বিদেশীদের কাছে গিয়ে ধর্ণা দিয়েছিল, তাতেও লাভ হয়নি। বিদেশেরাও বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে। জনগণ দেখিয়েছে কালো পতাকা আর বিদেশেরা দেখিয়েছে লাল পতাকা।' 

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘ আমরা (আ.লীগ) জনগণের সরকার। এই দেশের মানুষ কর্তৃক নির্বাচিত সরকার। আমাদের সাথে ভারত,রাশিয়া ও চীন এর যেমন ভালো সর্ম্পক, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক থাকায় মাথা খারাপ হয়ে গেছে বিএনপির।'

দেশের যে কোন দূর্যোগে জনগণের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলকে পাওয়া যায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘ দেশের জনগণকে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে মারতে এগিয়ে আসে বিএনপি। তারা কখনও জনগণের কস্টের সময় এগিয়ে আসে না। তারা শুধু মানুষকে পুড়িয়ে মারতে পারে। আর একটি দল জাতীয় পার্টি। ওরা তো শুধু রওশন আর জিএম কাদের কে নিয়ে পড়ে রয়েছে। তারাও জনগণের কথা ভাবে না। এই দলের নেতারা লোভী। ক্ষমতার স্বাধ নেওয়ার জন্য এর ওর পেছনে ছুঁটে বেড়ায় জাতীয় পার্টি। '

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের সঞ্চালনায় ও সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও শাহাবুদ্দিন ফরাজী সহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক জানান, নীলফামারীর ছয় উপজেলায় শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য ছয় হাজার পাঁচশত পিস কম্বল উপহার দেন প্রধানমন্ত্রী। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭