ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনা পেল মেসি, ব্রাজিল পেল পেলেকে!


প্রকাশ: 30/01/2024


Thumbnail

আর্জেন্টিনায় তাকে ডাকা হয় না ‘এল দিয়াবলিতো’ নামে। স্প্যানিশ এই শব্দের অর্থ হলো ‘ছোট শয়তান’। বল পায়ে ক্ষীপ্রতা ও প্রতিপক্ষের রক্ষণে ঝড় তোলার ক্ষমতার জন্য তার এই নাম। কী ভাবছেন, তিনি ফরোয়ার্ড কিংবা স্ট্রাইকার? ভুল ভাবছেন। অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় সবসময় খেলেন, তবে প্রয়োজনে লেফট উইং ধরেও আক্রমণে গতি বাড়াতে পারেন। ঠিক যেমনটা লিওনেল মেসি। সেকারণে তাকে ডাকা হয় আর্জেন্টিনার ‘নতুন মেসি’ নামেও।

এত সব বিশেষণের মাঝে তার আসল নামটাই তো বলা হলো না। তিনি ক্লাউদিও এচেভেরি। ম্যানচেস্টার সিটির নতুন সদস্য। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে সাড়ে চার বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন। বুদ্ধিদীপ্ত ফুটবল ও পায়ের কারুকাজে বেশ কিছুদিন ধরেই ইউরোপের বড় ক্লাবগুলোর চাহিদার পাত্রে পরিণত হয়েছিলেন। তবে তাকে পাওয়ার দৌড়ে জয়ী হয়েচে ম্যান সিটি।

এবার আসা যাক ব্রাজিলের আলোচনায়। ব্রাজিলও যে পেল কিংবদন্তী পেলের মতো আরেক পেলেকে। পালমেইরাসে এক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন ডগলাস সুসা। তবে ব্রাজিলিয়ান বলেই কিনা নান্দনিক ফুটবলে চোখ আটকে যেত তার। একদিন সে রকমই নান্দনিক ফুটবলের কারুকার্যের স্বাক্ষী হলেন তিনি। তিন বছরের এক শিশুর বাইসাইকেল কিক দেখে তার চক্ষু ছানাবড়া। বিস্ময়ে আবিষ্কার করলেন, এ আর কেউ নন, ৩ বছরের সেই শিশুটি হলো তারই পুত্র এন্ড্রিক ফেলিপে। 

সেই ফেলিপের বয়স এখন ১৮ ছুঁইছুঁই। কোথায় আছেন তিনি? জিজ্ঞাসু মনে উদিত এই প্রশ্নের উত্তর হলো, সেই এন্ড্রিক ফেলিপে এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন তিনি। ইউরোপের ঝলমল ফুটবল দুনিয়া ডাকছে তাকে। ছেলের সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে এখন দিন বদলাচ্ছে পুরো ডগলাসের পরিবারেরও।

তবে ছেলের এমন সাফল্যের মসৃণ পথচলায় ডগলাসেরও দারুণ অবদান। ছেলের তার ফুটবল প্রতিভা নজরে পড়ে ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাজিলেইরাওয়ের ক্লাব পালমেইরাসের।

মাত্র ১১ বছর বয়সে ক্লাবটির বয়সভিত্তিক দলে সুযোগ পান এন্ড্রিক। ১১ বছর বয়স থেকে প্রায় ৫ বছর পালমেইরার বয়সভিত্তিক দলে ছিলেন। আর তাতে প্রায় দেড়শোর উপরে গোল করে মাত্র ১৬ বছর বয়সেই তিনি সুযোগ পান পালমেইরাসের মূল দলে। সিনিয়র দলে সুযোগ পেয়েই আবার ইতিহাস সৃষ্টি করেন এ বিস্ময় বালক।

১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। ১০৬ বছর ধরে সেটিই ছিল পালমেইরাসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের ঘটনা। তবে ১০৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ডটাই ভেঙে দেন এন্ড্রিক ফেলিপে। প্যারানায়েন্সের বিপক্ষে ২০২২ সালে যখন গোল পেলেন তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর ৩ মাস ৭ দিন।

মূলত ২০২২ সালেই বিশ্ব ফুটবলের নজরে আসেন এন্ড্রিক। সে বছর সাও পাওলো যুব ফুটবল কাপে ৭ ম্যাচে করে ৭ গোল করে তিনি জেতেন টুর্নামেন্ট-সেরার পুরস্কার। এ ছাড়া ওই বছর অনূর্ধ্ব ২০ কোপিনহা টুর্নামেন্টে ২১ ম্যাচে ১৬ গোল করে সেনসেশন ফুটবলার নির্বাচিত হন তিনি। আর এরপরই তাঁকে আগেভাগেই দলে পেতে আগ্রহী হয় ইউরোপের দলগুলো। পালমেইরাস তাকে ছেড়ে দিতে দাম ধরেছিল ৪০ মিলিয়ন ইউরো। তবে পিএসজি ২০ মিলিয়নেই তাদের দর আটকে রেখেছিল।

তবে এন্ড্রিককে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ৬৩.৬ মিলিয়নে তাকে আগেই দলে ভিড়িয়ে নেয় ইউরোপের ইতিহাসের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। যদিও এখনই ব্রাজিল ছাড়ার সুযোগ নেই তার। বয়স ১৮ পূর্ণ হওয়া পর্যন্ত নিজ দেশেই খেলতে হয় ব্রাজিলিয়ানদের। তবে চলতি বছরে ২১ জুলাইয়ে ১৮ পূর্ণ করবেন এ ফুটবলার। অর্থাৎ আগামী মৌসুম থেকেই বার্নাব্যুতে দেখা যাবে এ ফুটবল বিস্ময়কে।

তবে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারলেও এরই মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে দেখা গিয়েছে এন্ড্রিক ফেলিপেকে। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য তাকে দলভূক্ত করা হয়। মূলত নেইমারের চোটের কারণে তাকে দলে ভিড়িয়েছিলেন কোচ ফার্নান্দো দিনিজ। আর এতেই রোনালদো নাজারিওর পাশে নাম লেখান এন্ড্রিক। কারণ পেলে, রোনালদোর পর তিনিই যে এখন জাতীয় দলে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭