ইনসাইড গ্রাউন্ড

বিগ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে দিল সাকিবরা


প্রকাশ: 30/01/2024


Thumbnail

বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারের স্বাদ দিয়েছে রংপুর রাইডার্স। দশম আসরের হাই ভোল্টেজ ম্যাচে জিততে হলে ১৬৬ রান তাড়া করতে হতো কুমিল্লাকে। তবে লিটন দাসের নেতৃত্বাধীন দল থেমে যায় ৮  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্রেন্ডন কিংয়ের সাথে এদিনও ইনিংসের সূচনা করেন বাবর আজম। ১২ বলে ১৪ রান করে কিং বিদায় নেন দলীয় ১৮ রানে। এরপর ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন বাবর। ব্যাট হাতে এদিনও রানের দেখা পেয়েছেন বাবর, তবে পাকিস্তানি সুপারস্টার খেলেছেন মন্থর গতিতে। ৩৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন দলীয় ৭৩ রানে। তার আগে হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। ফজলে রাব্বি ২১ বলে ৩০ রান করেন ১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে।

শামীম হোসেন পাটোয়ারিও তেমন সুবিধা করতে পারেননি। একটি ছক্কা হাঁকালেন ১৮ বল খেলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। মোহাম্মদ নবী ৭ বলে ১৩ রানের ক্যামিও খেলে বিদায় নেন। তবে আজমতউল্লাহ ওমরজাই ৫ নম্বরে নেমে দ্রুত রান তোলার চেষ্টা চালিয়ে যান। মোহাম্মদ নবীকে একপ্রান্তে রেখে শুরু করেন চার-ছক্কা হাঁকানো। শেষদিকে দলের রান বাড়ানোর মিশনে যোগ দেন অধিনায়ক সোহানও। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান দাঁড়ায় রংপুরের সংগ্রহ। ওমরজাই ২০ বলে ৩৬ ও সোহজ ৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার মূল কারিগর ওমরজাই। 

কুমিল্লার হয়ে রেয়মন রেইফার দুটি এবং তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খুশদিল শাহ একটি করে উইকেট শিকার করেন। মুস্তাফিজ অবশ্য ভীষণ খরুচে ছিলেন, বিশেষ করে নিজের শেষ ২ ওভারে। ৪ ওভার বল করে এদিন ৪৮ রান খরচ করেছেন কাটার মাস্টার।

জবাব দিতে নেমে শুরুতেই লিটন দাসকে হারিয়ে ফেলে কুমিল্লা। কুমিল্লার ক্যাপ্টেন সাজঘরে ফেরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। রিজওয়ান ২১ বল মোকাবেলা করে রান করেন মাত্র ১৭। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন। বাবর-রিজওয়ানদের সংগ্রামের দিনে অঙ্কন তুলে নেন অর্ধশতক। তবে স্ট্রাইক রেট ছিল না সন্তোষজনক।

৫৫ বলে ৬৩ রান করে অঙ্কন বিদায় নিলে কুমিল্লা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। হৃদয় ২৮ বলে করেন ৩৯ রান। এছাড়া ৮ বলে ১৩ রান করেন জয়ের আশা দেখানো খুশদিল শাহ। শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭