ইনসাইড গ্রাউন্ড

শেহজাদের পর রিয়াদের ঝড়ো ফিফটি, বরিশাল ১৮৬


প্রকাশ: 30/01/2024


Thumbnail

বিপিএলে রান করাটা যেন খুব পছন্দের কাজ আহমেদ শেহজাদের। দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিস্ফোরক এক ফিফটি হাঁকালেন ফরচুন বরিশালের ওপেনার শেহজাদ। এর সাথে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের আরও এক ঝড়ো ফিফটি মিলিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ৮ বলে ২ রান করে দলের ১৪ রানের মাথায় আউট হন তামিম।

তবে তাতে কোনো সমস্যা হয়নি আরেক ওপেনার আহমেদ শেহজাদের। ব্যাট হাতে এক প্রান্তে ঝড় তোলেন শেহজাদ। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন দ্রুতগতিতে। দলের বাকিরা ক্রিজে এসে খুব একটা সুবিধা করতে না পারলেও শেহজাদ ছিলেন দারুণ সাবলীল। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটিও ছুঁয়ে ফেলেন তিনি।

বাকিদের মধ্যে প্রীতম কুমার আউট হন ৫ বলে ১ রান করে। এছাড়া ১৭ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। শেহজাদও আউট হয়েছেন দলের ১০৮ রানের মাথায়। ৪১ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন তিনি।

এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ দলের হাল ধরেন। মুশফিক যদিও বেশি একটা সুবিধা করতে পারেননি। ১৯ বলে ২২ রানের ইনিংস খেলে নাঈম হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত তুলে নিতে থাকেন রান। সুযোগ পেয়ে জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজও। তবে বেশি আগ্রাসী ছিলেন রিয়াদই। তার চরম আগ্রাসী বাটিংয়ের সুবাদে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বরিশাল। মারমুখি ব্যাটিংয়ে অল্প সময়েই দারুণ এক ফিফটি তুলে নেন রিয়াদ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল। ২৪ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রিয়াদ। অন্যদিকে ৬ বলে ১৫ রান করে টিকে ছিলেন মিরাজ। 

সিলেটের হয়ে ৩ উইকেট নেন বেনি হাওয়েল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা এবং নাঈম হাসান। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭