ইনসাইড ট্রেড

কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে: বাণিজ্য প্রতিমন্ত্রী


প্রকাশ: 31/01/2024


Thumbnail

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে এই মুহূর্তে মুড়িকাটা পেঁয়াজ রয়েছে। মূল পেঁয়াজ উঠতে মাসখানেক সময় লাগবে। পুরোপুরি ফসল তোলা শেষ হবে এপ্রিলের মাঝামাঝিতে। তবে কিছুদিনের মধ্যেই দাম কমতে শুরু করবে।

এরই মধ্যে রোজা উপলক্ষে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি রপ্তানি করতে ভারতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন পেঁয়াজ এখনও বাজারে আসতে শুরু করেনি। সেজন্য দাম বেড়েছে। কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমে যাবে।  

রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুদিন আগেও দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিলো খুচরায় ৯০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

আহসানুল ইসলাম বলেন, চিনি ও ভোজ্যতেলের শুল্ক কমানোর জন্য এনবিআরকে বলা হয়েছে। চিনিতে ৩০ ভাগ ও ভোজ্যতেলের ১৫ থেকে ৫ ভাগ শুল্ক কমানোর প্রস্তাব দেয়া হয়েছে।

রমজানে প্রয়োজনীয় চিনি, তেল, ডাল যথেষ্ট মজুদ আছে বলে জানান তিনি। বলেন, চাল মজুদ আছে ১৭ লাখ টন। রোজায় চিনি, তেল ও ডালের প্রয়োজনীয় মজুদ আছে।

চার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
টিটু বলেন, বাজারে যে পরিমাণ পণ্য মজুদ আছে তাতে রোজা সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নাই।

তবে কারসাজি করে যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আর দাম বৃদ্ধির ক্ষেত্রে আমদানিকারক না সরবরাহকারী জড়িত অথবা কোন জায়গা থেকে দাম বাড়ছে, মন্ত্রণালয় তা খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বলেন, যতো বড় গ্রুপ ও কোম্পানি হোক, দামে কারসাজি হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭