ইনসাইড বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ল বাংলাদেশে


প্রকাশ: 31/01/2024


Thumbnail

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে তুমব্রু-টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ৪ ঘণ্টা চলে ওই সংঘর্ষ। এসময় স্থানীয়রা ভয়ে সীমান্ত ছেড়ে নিরাপদে চলে যায়। পরে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরে যায় এলাকায়।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাতের সংঘর্ষে তুমব্রু পশ্চিমকূল ও এর পাশের এলাকায় একটি মর্টারশেল ও একটি ভারী অস্ত্রের গোলা পড়ে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে লোকজন এলাকায় ফিরলে সেগুলো দেখতে পায়। মানুষ এখন সীমান্তে অবস্থান করতে ভয় পাচ্ছেন।   

এ ঘটনায় কক্সবাজারের পালংখালী ও হোয়াইক্যং সীমান্ত এলাকাতেও বেশ উত্তেজনা বিরাজ করছে। গত তিনদিন মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের কাছে প্রতিবাদ লিপি পাঠালেও সেটির এখনো উত্তর পায়নি বিজিবি। উদ্ভুত পরিস্থিতিতে সীমান্ত পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭