ইনসাইড থট

‘বিশ্বের স্বাস্থ্য দরবারে অটিজম ইস্যুকে সায়মা ওয়াজেদই প্রথম তুলে ধরেছেন’


প্রকাশ: 31/01/2024


Thumbnail

সাম্প্রতি ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে সায়মার অভিষেক স্বাস্থ্যখাতের গৌরব, গর্বিত বাংলাদেশ’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। বৈঠকে আলোচক হিসেবে শাহানা পারভীন যে আলোচনা করেছেন তার চুম্বক অংশ প্রকাশ করা হলো।

জাতির পিতার স্বাস্থ্য ভাবনার পূর্ণ বাস্তবায়নই হচ্ছে স্মার্ট স্বাস্থ্যসেবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগ স্থাপন করেছেন। চিকিৎসা গবেষণার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সেসব সফলতার মাধম্যে অদম্য গতিতে বাংলাদেশের স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বমানের করে চলেছেন। দার্শনিক শেখ হাসিনার দর্শন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ এই দুইয়ের অভিযাত্রায় মিলন ঘটেছে কমিউনিটি ক্লিনিকে। সুবিধা বঞ্চিত প্রান্তিক প্রতিটি জনগণের দোরগোড়ায় বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে। সার্বজনীন স্বাস্থ্য সেবার এক অবিস্মরণীয় উদ্ভাবনী শক্তি ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ আজ স্বীকৃত প্রশংসিত বিশ্বের দরবারে। এই এগিয়ে চলার পথে আরেকটি অনন্য অর্জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ এর অভিষেক স্বাস্থ্য খাতের মহা গৌরব, আমরা গর্বিত, গর্বিত বাংলাদেশ। বাংলাদেশের ৫ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় তার ভাই, জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার নানা, এরকম জ্বল জ্বলে নক্ষত্রপুঞ্জের অনেক পতাকা তার চারিদিকে। পরিচয়ের যে কোন একটি বিশাল ছায়ায় জীবন কাটিয়ে দিতে পারতেন, তিনি সেটি করেননি, তার অর্জন নিজ প্রতিভায়, নিজ গুণে, নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত বিশ্বের বুকে। 

আলোকিত সায়মা ওয়াজেদ/

সাহসী মায়ের সাহসী কন্যা এনেছে বাংলাদেশে খুশির বন্যা,
বিশ্বকে জয় করেছে নিজের মেধার বলে, নয় পুতুল খেলার ছলে।
শুনো সবে ক’টি কথা গল্পের আলে-
তার শিশুকাল আটকে ছিল বৈরী সময়ের মিছিলে-
মা মাটি মানুষগুলোকে যায়নি কভু ভুলে।
সময়টা ছিল বৈরী মিছিলে-নিত্যবেলা ছুঁয়ে যেত বাঁচা-মরার অনিশ্চয়তা,
স্বপ্ন আর শৈশব তার কাটেনি শরৎকালের কাশফুলে,
কিংবা বসন্তের রুদ্রপলাশ শিমুলের বাগানে।

সময়টা ছিল বৈরী মিছিলে-
এক লহমায় বদলে যাওয়া মানুষগুলো বিষাক্ত সাপের ফনা তুলে দাঁড়িয়েছিল সব দুয়ারে ।
সময়টা ছিল বৈরী মিছিলে-
ডোরাকাটা দুপুর যেন বাঘের দৃষ্টি,
ধুতুরা গুনের মানুষগুলো যেন গোলাপ বৃষ্টি।

সময়টা ছিল বৈরী মিছিলে-
মায়ের সাথে নির্বাসিত ছ‘বছরের জীবনে,
উদার আকাশ মাঠ ঘাট দূরন্ত শৈশব-কৈশোর ছিল বহুদূরে।
কখনো খালামনির হাতধরে  লন্ডনে,
কখনো মায়ের সাথে বাংলাদেশে কখনোও আবার আমেরিকাতে,
সময়গুলো  ছিল কী ভীষণ অস্থিরতার বন্ধনে।
কতশত দুর্গম পথ রক্তঝরা ইতিহাসে ভরা।
হাজারো অলিগলি দুস্তর পারাবার ঝড়োময় বাতাসে উড়া।
ভয় ভীতি ছুঁয়ে জড়ানো বাতাসেও, দু’চোখে তার জমেনি কোন কুয়াশা।
বৈরী মিছিলগুলো দু’পায়ে মাড়িয়ে,
হিমেল হাওয়ায় নিজেকে ভেঙেছে শত শত তুমিতে।
তুমি নিজেই নিজের প্রতিরোধ উপকূলের বাঁধের মতো।

আজ কোন অলৌকিক কলোরবে নয়-নিজের যোগ্যতা প্রত্যাশিত পুঞ্জিভূত পাওনা,
তোমারি তুমি ,এই তুমি নির্মিত এক আয়না।
তিন অঙ্গুষ্ঠের নিবিড় ছোঁয়ায় বিশ্বের সুস্বাস্থ্যে,
ভবিষ্যতের দার্শনিক সায়মার প্রবেশ।
মানবতার বিকিরনে জোছনা মাখা নিটোল আলোয় উদ্বেলিত বাংলাদেশ।

তিন জনমের সব স্বপ্ন সাধনা ,সায়মার আলোকিত সব অর্জন 
বাঙ্গালী রাখবে ধরে বুকের গহন,
হাজার বছরের প্রেম -প্রার্থনায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭