ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে অন্ধ হাফেজ ও ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে পুলিশ


প্রকাশ: 01/02/2024


Thumbnail

মো: মহিন, বাদাম বিক্রেতা। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আগুন পোহাতে পোহাতে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরতে হতো শীতের সাথে অনেকটা যুদ্ধ করে। হঠাৎ আজ তার চোখে খুশির আমেজ, জানতে চাইলে হাসি দিয়ে বলেই ফেললো আমগো এসপি সাব আমাগোরে কম্বল দিছে। শুধু তাঁকেই নন, পৌর শহরের অন্ধ হাফেজ, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে ও বিবেকের তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছেন তিনি। এ সময় অসহায় অন্ধ হাফেজদের সাথে একবেলা আহার করার অভিপ্রায়ও ব্যক্ত করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭