কালার ইনসাইড

এবার এক সিনেমায় শাহরুখ-যশ জুটি


প্রকাশ: 01/02/2024


Thumbnail

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা যশ। তিনি ‘কেজিএফ’ সিনেমা দিয়ে নিজ রাজ্যের গণ্ডি পেড়িয়ে গোটা পেয়েছেন ভারত জুড়েই জনপ্রিয়তা। তবে এবার শোনা গেল, শাহরুখ খানের সঙ্গে বলিউডে কাজ করবেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর মতে, বলিউডে নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে চান এই তারকা। যে কারণে শাহরুখ খানের সঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছেন তিনি।

নীতিশ তিওয়ারির রামায়ণে রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। কন্নড় অভিনেতা সেই ছবির কাজ শুরুর আগেই নাকি আরও একটি বলিউড প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যাকশনধর্মী এই সিনেমায় শাহরুখের নামও শোনা যাচ্ছে। 

বলিউড সূত্রের খবর, কেজিএফ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো সাফল্য পাওয়ার পর হিন্দি দর্শকদের মধ্যেও যশের জনপ্রিয়তা তৈরি হয়েছে, ভক্ত সংখ্যা বেড়েছে। আর সেজন্যই তিনি বলিউডে নিজের পরিধি আরও বাড়াতে চাইছেন।

একই সঙ্গে যশ জানিয়েছেন, কেজিএফের পরবর্তী ভাগ এবং রামায়ণের কাজ নিয়ে তিনি ইতোমধ্যেই বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে এই ব্যস্ততা কমাতে চান না। এখানেই থামতে চান না। বলিউডে নিজের দ্বিতীয় প্রজেক্টও চূড়ান্ত করে ফেলেছেন।

জানা গেছে, এটি একটি অ্যাকশন প্রজেক্ট। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যে প্রজেক্ট নিয়ে অভিনেতার কথাবার্তা চলছে। এছাড়া অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান। 

সূত্র আরও বলছে, শাহরুখ খানের সঙ্গে যশের কাজের বিষয় নিয়ে চর্চা চলছ। দুই অভিনেতাও একে অন্যের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু দুই ইন্ডাস্ট্রির বৃহৎ দুই তারকা একসঙ্গে কাজ করবেন, সে কারণে তারা একটি দূর্দান্ত স্ক্রিপ্টের অপেক্ষা করছেন। কারণ শাহরুখ-যশ কেউ চান না, তাদের একসঙ্গে প্রথম কোনো কাজ ভক্তদের হতাশ করুক।

উল্লেখ্য, বর্তমানে যশ ব্যস্ত আছেন ‘রামায়ণ’ সিনেমার জন্য। নির্মাতা নীতিশ তিওয়ারির এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা, এমনটাই শোনা যাচ্ছে। এই সিনেমায় রাবণ চরিত্রে থাকবেন যশ। অন্যদিকে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর এবং সীতা হবেন সাই পল্লবী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭