ইনসাইড বাংলাদেশ

কিশোরগঞ্জ ভৈরবে এক হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার ২


প্রকাশ: 01/02/2024


Thumbnail

কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের মাধ্যমে আনা এক হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে রাজু শেখ (৩৮) যশোর সদর উপজেলার মাঠপাড়া, চাচড়া এলাকার মো. মোবারক শেখের ছেলে ও আল আমিন(২৫) একই উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার আছালত মন্ডলের ছেলে।

বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলা সদরের নাটালের মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর থেকে একটি কাভার্ড ভ্যান, একহাজার কেজি ভারতীয় চিনি ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।


এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল। তিনি আরো জানান, এসব চিনি সিলেট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল।এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭