ইনসাইড বাংলাদেশ

‘আমার জিল্লুর রহমান নাই, মোদাচ্ছেরও নাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2018


Thumbnail

বেগম খালেদা জিয়া দু:খ করে বলেছেন, ‘আমার দলে কোনো জিল্লুর রহমান নেই, কোনো মোদাচ্ছের আলীও নেই। থাকলে এতোদিন, এভাবে জেলে থাকতে হতো না।’ নাজিম উদ্দিন রোডের কারাগারে একজন ডেপুটি জেলারের কাছে তিনি ঐ মন্তব্য করেন। ডেপুটি জেলার বিএনপি চেয়ারপারসনের কাছে তার পছন্দের চিকিৎসকদের নামের তালিকা জানতে চেয়েছিলেন। নামের তালিকা দেওয়ার সময় বেগম জিয়া ঐ মন্তব্য করেন। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় ড. ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করেন। সে সময় জিল্লুর রহমান দলের হাল ধরে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। আর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার সুচিকিৎসার জন্য সোচ্চার হয়েছিলেন। চোখের চিকিৎসক হয়েও অধ্যাপক মোদাচ্ছের আলী শেখ হাসিনার সার্বিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কথা বলতেন। তার উদ্যোগেই ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এ.বি.এম আবদুল্লাহ এবং ডা. শায়লা খাতুনের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। ঐ মেডিকেল বোর্ড শেখ হাসিনার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছিল। শেখ হাসিনাকে সুচিকিৎসা না দেওয়ার প্রতিবাদে ডা. সৈয়দ মোদাচ্ছের আলী একাই তৎকালীন প্রধান উপদেষ্টাকে স্বারক লিপি দিতে গিয়েছিলেন। সেই ঘটনা গুলো স্মরণ করে, বেগম জিয়া ডেপুটি জেলারকে বললেন, ‘আমার কাছে তো এরকম নি:স্বার্থ নেতা নাই, ডাক্তারও নাই। আছে শুধু স্বার্থপরের দল।’

পরে অবশ্য বেগম জিয়া কয়েকজন চিকিৎসকের নাম দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষ। চিকিৎসকরা দুই একদিনের মধ্যে বেগম জিয়ার ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরা তাকে দেখবেন।


বাংলা ইনসাইডার/ডিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭