ইনসাইড বাংলাদেশ

শেরপুরে কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


প্রকাশ: 03/02/2024


Thumbnail

শেরপুর সদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার কৃষক ইসমাইল চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মঞ্জিল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শনিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলা হাজীপুর বাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। র‌্যাবের পক্ষ থেকে শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত মঞ্জিল শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তর পাড়ার ইয়ার খানের ছেলে।

র‌্যাব জানায়, একটি জমি নিয়ে শেরপুর সদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার মৃত হাবেদ আলীর ছেলে কৃষক ইসমাইল হোসেনের সাথে আসামি মঞ্জিলদের বিরোধ চলে আসছিলো। ইসমাইল হোসেনের দখলে থাকা একখন্ড জমি ২০২৩ সালের ২৬ অক্টোবর বেলা এগারোটার সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দখল করতে যায় মঞ্জিল ও তাদের লোকজন। বাধা দিতে গেলে মঞ্জিল ফালা দিয়ে ঘাই মেরে এবং পিটিয়ে ঘটনাস্থলেই
ইসমািলকে খুন করে। ইসমাইলের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরে করেন।

ঘটনার পর থেকেই পালিয়ে যায় মঞ্জিল ও অন্য আসামিরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
শনিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর থেকে মঞ্জিলকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান, মোঃ মঞ্জিলকে শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭