ইনসাইড গ্রাউন্ড

এশিয়া কাপের টাকা নিয়ে পাকিস্তান–শ্রীলঙ্কার বিরোধ


প্রকাশ: 05/02/2024


Thumbnail

ভারতের আপত্তির কারণে গত বছর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান-শ্রীলঙ্কার যৌথভাবে ১৬ তম এশিয়া কাপ আয়োজন করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে শেষ পর্যন্ত সফলভাবেই টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এশিয়ার কাপের শেষের পাঁচ মাস হতে চললেও আর্থিক বিষয়াদি নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ঝামেলা রয়েই গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, হাইব্রিড মডেলে আয়োজিত এশিয়া কাপের অর্থ পরিশোধ এখনো বাকি থাকা নিয়ে পিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে মতবিরোধ একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

এ নিয়ে গত বুধবার ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসএলসি সভাপতি শামি সিলভা দাবি করেন, এশিয়া কাপে হোটেল বিল এখনো পরিশোধ করেনি পিসিবি। জবাবে এসিসি সভাপতি জয় শাহ বিষয়টি নিয়ে শামি সিলভাকে সরাসরি পিসিবির সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন।

যদিও সূত্রের বরাত দিয়ে ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, পিসিবি নিজেরাই এশিয়া কাপের অনেক বিল এখনো পায়নি। এ কারণে এসএলসিকে তাদের পাওনা পরিশোধ করতে দেরি হচ্ছে। যেমন—টুর্নামেন্ট চলাকালে এক দেশ থেকে আরেক দেশে দ্রুততম সময়ে যাতায়াতে দলগুলো যে চার্টার্ড উড়োজাহাজ ব্যবহার করেছে, সেটার বিল নাকি এখনো পায়নি পিসিবি। গত নভেম্বরে এসিসির কাছে চার্টার্ড ফ্লাইটের অর্থও দাবি করেছিল পিসিবি। তবে তাদের সেই দাবি প্রত্যাখ্যান করে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

পিসিবির একটি সূত্র সে সময় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছিল, টুর্নামেন্টের আয়োজন-স্বত্ব বাবদ ২৫ লাখ মার্কিন ডলারের সঙ্গে টিকিট ও স্পনসরশিপ অর্থের বাইরে পিসিবি এসিসির কাছে বাড়তি অর্থ চেয়েছে।

বাড়তি এ অর্থ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দলগুলোর চার্টার্ড ফ্লাইট, অভ্যন্তরীণ যোগাযোগ ও অতিরিক্ত হোটেল ভাড়ার মতো বাড়তি খরচের কারণে চাওয়া হয়েছে, যেগুলো এশিয়া কাপের প্রাথমিক বাজেটের মধ্যে ছিল না।

এককভাবে এশিয়ান কাপ আয়োজন করতে না পারায় বাড়তি ব্যয়ের বোঝা যে পাকিস্তানকেই টানতে হবে, সেটা ভালোভাবেই জানত পিসিবি। এ নিয়ে এসিসির সঙ্গে তাদের বাদানুবাদও হয়েছে। শেষ পর্যন্ত পিসিবি বাড়তি খরচ বহন করতে রাজিও হয়েছে। কিন্তু এসিসি চার্টার্ড ফ্লাইট বুকিংয়ের দায়িত্ব ক্ল্যাসিক ট্রাভেল নামে শ্রীলঙ্কার এক কোম্পানিকে দিলে নতুন বিতর্ক শুরু হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭