ওয়ার্ল্ড ইনসাইড

ইমরানের পর এবার পিটিআই ভাইস চেয়ারম্যানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা


প্রকাশ: 05/02/2024


Thumbnail

ইমরান খানের পর এবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।

পাকিস্তান নির্বাচন কমিশনের এ ঘোষণার ফলে আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না কুরেশি।

এই ঘোষণার মধ্য দিয়ে ইমরান খানের পাশাপাশি আরও পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

এর আগে গত বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মাললায় ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড হয়। এরপর তাকে নির্বাচনে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল পাকিস্তান নির্বাচন কমিশন।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান ও কুরেশির ১০ বছর করে কারাদণ্ড হয়। এই সাজার কথা উল্লেখ করে কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭