ক্লাব ইনসাইড

জাবিতে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর


প্রকাশ: 05/02/2024


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় জাবি শাখা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। রিমান্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- সাব্বির হাসান, সাগর সিদ্দিক হাসানুজ্জামান।

রোববার ( ফেব্রুয়ারি) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। বিষয়ে শুনানি শেষে আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত।

এর আগে গতকাল শনিবার রাত আড়াইটায় মীর মশাররফ হোসেন হল থেকে মূল অভিযুক্তকে পলায়নে সহায়তাকরী তিনজন ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, ৪৬ তম ব্যাচের সাগর সিদ্দিক ৪৫ তম ব্যাচের হাসানুজ্জামানকে গ্রেফতার করেন আশুলিয়া থানা পুলিশ। পরে রবিবার সকাল সাড়ে আটটায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখান।

এর আগে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি বলেন, ভুক্তভোগীর স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় মোস্তাফিজ মামুনুর রশীদকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বাকি চারজনের বিরুদ্ধে মারধর আসামিকে পালাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। একই সাথে আসামীদের দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীকে তার স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার ( ফেব্রুয়ারি) রাত সাড়ে টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ আবাসিক হলের ৩১৭ নং কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বোটানিক্যাল গার্ডেনে কৌশলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আসামি মোস্তাফিজুর রহমান মামুনুর রশীদ মামুন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭