ইনসাইড বাংলাদেশ

এক ঘন্টার স্কুলশিক্ষক ইউএনও মাহমুদা


প্রকাশ: 05/02/2024


Thumbnail

এক ঘন্টার স্কুলশিক্ষক হয়ে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের ক্লাস নিলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। এমন দৃশ্যপট সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ১২ টার দিকে উপজেলার সত্রাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও মাহমুদা হাসান।

উপজেলার মনতলা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংকের ক্লাস নিচ্ছেন শ্রেণি শিক্ষক। এসময় প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে শ্রেণী কক্ষে ঢুকে পড়েন এবং পাঠদান শুরু করেন। একজন পেশাদার শিক্ষকের মতোই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে শিক্ষাদান শুরু করলেন ইউএনও। ব্লাকবোর্ডে শিক্ষার্থীদের অংক শিখাইলেন তিনি। গাইলেন গান,করলেন কবিতা আবৃত্তি। সময় স্কুলের প্রধান শিক্ষক শ্রেণি শিক্ষক উপস্থিত ছিলেন। 

শুধুমাত্র প্রশাসনিক কাজের ক্ষেত্রে নয়,শিক্ষা ব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া ওই ব্যক্তি হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা হাসান।

ইউনওয়ের ক্লাস নেওয়া প্রসঙ্গে শিক্ষার্থী উর্মি, নাজমা, মাহিমা রবিউলসহ শিক্ষার্থীরা বলে, ইউএনও স্যার আমাদের গণিত ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প বলেছেন। সেই সঙ্গে কিভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা বেগম বলেন,ইউএনও স্যার হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান। স্কুল আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন। মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি। 

পাঠদানের বিষয়ে ইউএনও মাহমুদা হাসান বলেন, বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ছোট ছোট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। এক,বাচ্চাদের পড়াতে পারছি আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কিনা,সেটাও সরেজমিন দেখতে পারছি।

ইউএনও আরও বলেন, উন্নত সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭