ইনসাইড ওয়েদার

সপ্তাহ শেষে বাড়বে শীত


প্রকাশ: 06/02/2024


Thumbnail

বঙ্গোপসাগরে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এ কারণে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

জানা গেছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে খুব বেশি কিছু হবে না। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় খুবই সামান্য বৃষ্টি হতে পারে। এই সময়ে ঢাকার আকাশও মেঘলা থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে।

আরো জানা গেছে, আগামী ৮-৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশেই শীত কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন দিন সেই পরিস্থিতি থাকবে। পরে আবারও তাপমাত্রা বাড়বে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭