ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণে শতাধিক বিদেশি পর্যবেক্ষক


প্রকাশ: 06/02/2024


Thumbnail

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষন করতে ১০০ জনের বেশি বিদেশি পর্যবেক্ষক বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশনের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ‘উন্মুক্ত দরজানীতি’ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সিইসি সিকান্দার সুলতান রাজা কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দলকে বিষয়টি ব্যাখ্যা করেছেন।

গত বছরের আগস্টে সংসদ ভেঙে যাওয়ার পর বলা হয়েছিল ৯০ দিনের মধ্যে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু দেশটির নির্বাচন কমিশন জানায় ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। এর কারণ হিসেবে সে সময়ে সীমানা নির্ধারণের বিষয়টি সামনে আনা হয়। শেষ পর্যন্ত দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: আরব নিউজ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭