ইনসাইড গ্রাউন্ড

ছন্দে ফিরলো সাকিব, ঢাকাকে হারালো রংপুর


প্রকাশ: 06/02/2024


Thumbnail

বিপিএলের দশম আসরে দ্বিতীয়বারের মতো দুর্দান্ত ঢাকাকে হারালো রংপুর রাইডার্স। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনের প্রথম খেলায় ঢাকাকে ৬০ রানে পরাজিত করেছে রংপুর।

খেলায় ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন করেছেন ৩৪ রান ঠিক তেমনই বল হাতে নিয়েছেন ৩ উইকেট। আর তার এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পেয়েছেন ম্যাচসেরার খেতাব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। লক্ষ্য তাড়ায় ১৮ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় ঢাকা। রংপুরের জয় ৬০ রানে। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় নিজেদের শীর্ষস্থান আরো পোক্ত করেছে রাইডার্সরা।

রংপুরের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। দলীয় চার রানেই দুই উইকেট হারিয়ে ফেলে দলটি। ম্যাচের দ্বিতীয় ওভারে সাব্বির হোসেন (১) এবং চতুর্থ ওভারে সাইম আইয়ুবকে (২) সাজঘরে ফেরান শেখ মাহেদী।

শুরুর ধাক্কা সামলে আলেক্স রসকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন মোহাম্মদ নাঈম। ব্যাট হাতে স্ট্রাগল করা রস অবশ্য বেশিদূর এগোতে পারেননি। ম্যাচের সপ্তম ওভারে সাকিবের ওপর চড়াও হতে গিয়ে মোহাম্মদ নবীর তালুবন্দী হন তিনি (২)।

ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গুলবাদিন নাইব (১৩) ও মোসাদ্দেক হোসেনও (১)। তবে রংপুরের বোলারদের বিরুদ্ধে লড়াই করে ৩১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম। তার বিদায়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দুর্দান্ত ঢাকা।

শেষ মুহূর্তে স্রেফ হারের ব্যবধান কমিয়েছেন তাসকিন (১৫) ও ইরফান শুক্কুর (২১)। রংপুরের আগুনে বোলিংয়ে ঢাকার ইনিংস থামে ১১৫ রানে।

রংপুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাকিব। এছাড়াও দুটি করে উইকেট শিকার করেন মাহেদী, সালমান ও হাসান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এতে আগে ব্যাটিং করে রংপুর।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭