ইনসাইড পলিটিক্স

দুই দিনে আওয়ামী লীগের আয় ৬ কোটি টাকা


প্রকাশ: 07/02/2024


Thumbnail

সংরক্ষিত নারী আসনে জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৫২২টি। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। আর গতকাল সহ আওয়ামী লীগের দুই দিনে আয় হয়েছে ৬ কোটি ৬৬ লক্ষ টাকা

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে চলে ফরম কেনাবেচা।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, আজ ঢাকা বিভাগ থেকে ১৬৭ জন, চট্রগ্রাম বিভাগের ৭৮, সিলেট বিভাগ থেকে ২২ জন, রাজশাহী বিভাগ থেকে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭ জন, খুলনা বিভাগ থেকে ৬৮ জন, বরিশাল বিভাগ থেকে ৩৬ জন এবং রংপুর বিভাগ থেকে ৬০ জন মনোনয়ন কিনেছেন। 

উল্লেখ্য যে, গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৮১০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। তবে এবার সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী এ সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের। বাকি দুটি বিরোধীদলের জন্য নির্ধারিত।

৪৮ আসনে মনোনয়ন দিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ফরম বিক্রি ও জমা নেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ (নারী) এনআইডির ফটোকপি নিয়ে ফরম নিতে পারবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭