ইনসাইড গ্রাউন্ড

দুর্দান্ত শুরুর পরেও ১২৪-এ থামলো ঢাকা


প্রকাশ: 07/02/2024


Thumbnail

ইনিংসের শুরুটা দুর্দান্ত করলেও শেষ পর্যন্ত রানের খাতায় বড় স্কোর তুলতে পারেনি ঢাকা। ব্যাটারদের ব্যর্থতায় সিলেটের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান করেছে তাসকিনের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের ২৪ তম খেলায় আজ মুখোমুখি হয়েছিলো সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা।

শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বল হাতে প্রথম ওভারেই সাফল্যের দেখা পান নাঈম হাসান। তার বলে মাত্র ৪ রানে আউট হন সাব্বির হোসেন।

শুরুর ধাক্কা সামলে নাঈম শেখ ও সাইফ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। দুজনে মিলে গড়েন ৭৮ রানের জুটি। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা এই জুটিকে ভাঙেন বেনি হাওয়েল। তার বলে বোল্ড হওয়ার আগে ৪১ রান করেন সাইফ।

সাইফ আউট হওয়ার পর আর কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। নাঈম করেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া সাইম আইয়ুব করেন ১০ রান। সিলেটের হয়ে রাজা তিনটি, সামিত দুটি এবং বেনি ও নাঈম একটি করে উইকেট নেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭