ইনসাইড পলিটিক্স

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের রেকর্ড সংখ্যক মনোনয়ন ফরম বিক্রি


প্রকাশ: 08/02/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়েছে৷ এবার আওয়ামী লীগ সংরক্ষিত আসনের জন্য রেকর্ড সংখ্যক মনোনয়ন বিক্রি করেছে। এবছর সংরক্ষিত আসনে মোট মনোনয়ন বিক্রি হয়েছে ১৫৪৯ টি। একাদশ জাতীয় সংসদে মনোনয়ন বিক্রি হয় ১৪৩০টি। 

নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে তফসিল ঘোষণার পর প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের সংখ্যা - ৮১০ টি যার বিনিময় মূল্য ৪ কোটি ৫ লক্ষ টাকা।  দ্বিতীয় দিনে ফরম বিতরণের সংখ্যা - ৫২২ টি, যার বিনিময় মূল্য ২ কোটি ৬১ লক্ষ টাকা।  এছাড়াও তৃতীয় দিনে ফরম বিতরণের সংখ্যা - ২১৭ টি যার বিনিময় মূল্য ১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা। সর্বমোট বিতরণকৃত ফরমের সংখ্যা - ১৫৪৯ টি। আয়কৃত সর্বমোট মূল্য ৭ কোটি ৭৪লক্ষ ৫০ হাজার টাকা।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ ফেব্রুয়ারি। মোট ৫০টি আসনের ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭