ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জে 'স্বপ্ন' প্রকল্প নিয়ে কর্মশালা


প্রকাশ: 08/02/2024


Thumbnail

গোপালগঞ্জে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইউএনডিপি বাংলাদেশ, এআরআর প্রসেনজিৎ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হোসেন প্রমূখ।


কর্মশালায় সরকারী কর্মকর্তাগন, উপজেলা ভাইস চেয়ারম্যানগন, ইউ.পি চেয়ারম্যান, ইউ,পি সচিবগন ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

উল্লে­খ্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে গ্রামীন হতদরিদ্র ও অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭