ইনসাইড বাংলাদেশ

সচিব পর্যায়ে রদবদল


প্রকাশ: 08/02/2024


Thumbnail

প্রশাসনের বড় কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এছাড়াও একজন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ থাকলেও তা বাতিল করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে খোরশেদা ইয়াসমিনকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পদ থেকে তাকে দুদকের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

একই দিন আলাদা প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত যে, ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মো. এহছানে এলাহীর আবেদনের প্রেক্ষিতে সরকারের সঙ্গে চুক্তিপত্রের মেয়াদ থাকলেও তা বাতিল করা হয়েছে। এই পদেই দুদক সচিব মো. মাহবুব হোসেনকে পদায়ন করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭