ওয়ার্ল্ড ইনসাইড

নওয়াজ ও বিলাওয়ালের দলের সঙ্গে জোট গঠন করতে চান না পিটিআই


প্রকাশ: 09/02/2024


Thumbnail

বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট গঠন করবে না বলে জানিয়েছে জেলবন্দী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। 

শুক্রবার দেশটির জাতীয় নির্বাচনে ভোট গণনার মধ্যেই এ ঘোষণা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। খবর জিও নিউজ ও ডনের।

এখন পর্যন্ত  নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এগিয়ে রয়েছেন পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সরকার গঠনের দৌড়ে তার দলই এগিয়ে বলে দাবি করেছেন পিটিআই চেয়ারম্যান। জিও নিউজকে গহর আলী খান বলেন, ‘পিএমএল–এন ও পিপিপির সঙ্গে আমরা কোনো যোগাযোগ রাখছি না। ১৫০টি আসনে পিটিআই জয় পেতে যাচ্ছে। আমরা (পিটিআই) কেন্দ্রে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সরকার গঠন করব। ’

তিনি আরও দাবি করেন, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই-এর জয় নিশ্চিত এবং সেখানেও সরকার গঠন করব আমরা। পিটিআই সংসদে থাকবে এবং তার ভূমিকা পালন করবে। জয়ী স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে গহর আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সব পিটিআই সমর্থিত। তারা জোর দিয়ে বলেছিলেন যে, তারা দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে অন্য কোনো দলে যোগ দেবেন না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭