ইনসাইড বাংলাদেশ

বিএনপির প্রার্থী পরিবর্তন হবে গাজীপুরে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/04/2018


Thumbnail

বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোন নির্বাচন হবে না- এমন বক্তব্য বিএনপি নেতারা দিলেও গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারা অংশ নিচ্ছে। আর এই দুই সিটিতে মেয়র পদে মনোনয়ন চুড়ান্ত করবেন তারেক জিয়া। সিনিয়র নেতাদের  জানিয়ে দেওয়া হয়েছে, মনোনয়নের ব্যাপারে কাউকে কোন ‘কমিটমেন্ট’ করা যাবে না। লন্ডন থেকে যে নির্দেশনা আসবে সেটিই পালন  করতে হবে। দলের সিনিয়র নেতাদের মধ্যে হতাশা  আর ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সূত্রমতে, বিএনপি সিনিয়ির নেতারা চেয়েছিলেন, পুরনো দুই মেয়র প্রার্থীকেই আবার মনোনয়ন দিতে। এব্যাপারে তারেকের আপত্তি রয়েছে বলে জানা গেছে। গাজীপুরের বর্তমান মেয়র আবদুল মান্নান আর খুলনায় মনিরুজ্জামান মনি। কিন্তু গাজীপুরে তারেক জিয়া আগ্রহী হাসান উদ্দিন সরকারের ব্যাপারে। হাসান উদ্দিন সরকার তারেক-মামুনের ঘনিষ্ঠ ছিলেন। গাজীপুরে মামুনের বাগানবাড়ী খোয়াবভবনের দেখভাল করতেন ঐ  বিএনপি নেতা। গাজীপুরে  এম.পি আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডে  হাসান উদ্দিন সরকারের ভূমিকা ছিল বলে অনেকে বিশ্বাস করে। এছাড়াও আবদুল মান্নানের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি, তারেক জিয়াকে নিয়মিত অর্র্থকড়ি দেন। তারেক জিয়ার আগ্রহেই রনি মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। বিএনপির সূত্রগুলো বলছে, খুলনায় আগের প্রার্থীর ব্যাপারে তারেকের তেমন আপত্তি না থাকলেও গাজীপুরে পরিবর্তন চান তারেক। 

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭