ইনসাইড গ্রাউন্ড

কিংবদন্তীদের পেছনে ফেলে নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির রেকর্ড


প্রকাশ: 09/02/2024


Thumbnail

সনাৎ জয়াসুরিয়া থেকে কুমার সাঙ্গাকারা। দেশটির কিংবদন্তীদের কেউই পারেনটি সেই কীর্তি গড়তে। তবে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়লেন পাথুম নিশাঙ্কা।আফগানিস্তানের বিপক্ষের পাল্লেকেলেতে নিশাঙ্কা অপরাজিত থাকলেন ২১০ রানে। এই ম্যাচে তিন উইকেট হারিয়ে ৩৮৩ রান তুলেছে লঙ্কানরা।

দলকে রানপাহাড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান অবশ্যই নিশাঙ্কার। মাত্র ১৩৯ বলে এই রেকর্ড ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন ২০টি চার ও ৮টি ছক্কা।

ডাবলের কীর্তি গড়ার পথে ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন নিশাঙ্কা। ক্যারিবীয় 'ব্যাটিং দানব' ২০১৫ সালে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ছুঁয়েছিলেন ম্যাজিক ফিগার। নিশাঙ্কা তার চেয়ে দুই বল কম খেলেই ডাবলের দেখা পেয়েছেন। দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন তিনি।  

নিশাঙ্কা সহ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১২ জন ক্রিকেটার। তার সমান ২১০ রান করেছেন আরও দুই ক্রিকেটার- ফখর জামান ও ইশান কিশান। তবে ফখর ও নিশাঙ্কা দুজনেই ছিলেন অপরাজিত। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তারা তিনজনই আছেন পাঁচে। সর্বোচ্চ ইনিংস ভারতের রোহিত শর্মার, ১৭৩ বলে ২৬৪ রান। ২৩৭* রান নিয়ে দুইয়ে অবস্থান সাবেক কিউই ব্যাটার মার্টিন গাপটিলের।

নিশাঙ্কার আগুনে ব্যাটিংয়ের দিনে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ করেছেন আরেক ওপেনার আভিশকা ফার্নান্দো। তার ব্যাট থেকে এসেছে ৮৮ বলে ৮৮ রান। দুই ওপেনার মিলে গড়েন ১৮২ রানের জুটি। শেষদিকে ৪৫ রানের ইনিংস খেলেন সাদিরা সামারাবিক্রমা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭