ইনসাইড বাংলাদেশ

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই ভাইয়ের মৃত্যু


প্রকাশ: 10/02/2024


Thumbnail

পিরোজপুরের স্বরুপকাঠি (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নে মো. নাদিম (২৪) ও মো. এমাম (২০) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ শিকার করতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের স্পর্শে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

 শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উড়িবুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাদিম এবং এমাম উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

এ বিষয়ে  স্থানীয় ইউপি সদস্য মো. মিজান জানান, ‘নাদিম এবং এমাম দুজন আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন তারা। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে এক চাষি ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেচিয়ে হয়তো মারা গেছেন’।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে তাদের পরিবারকে খবর দেন। স্বরুপকাঠি (নেছারাবাদ) থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘ঘটনা সত্য। চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন।

নাদিম এবং এমাম দুই ভাই। তারা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে দুই সহোদরের মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭